অফলাইন স্ন্যাপ! প্রোগ্রামিং (ইন্টারনেট লাইন ছাড়া) এর জন্য Snap! ওয়েবসাইট থেকে সোর্স কোড (snap.zip file, 577KB) ডাউনলোড করুন। এরপর সেটি আপনার কম্পিউটারে নিষ্কাশন (extract) বা আনজিপ (Unzip) করুন। উল্লেখ্য, একটি .zip ফাইল নিষ্কাশন (extract) বা আনজিপ (Unzip) করার জন্য প্রথমে আপনার কম্পিউটারে একটি Unzip প্রোগ্রাম ইন্সটল করা থাকতে হবে। প্রয়োজনে আপনি সেটি আমাদের MediaFire ক্লাউড স্টোরেজ থেকে তা ডাউনলোড করে নিতে পারেন। WinZip (838KB) or 7-Zip 32-bit (1.06MB) or 7-zip 64-bit (1.31MB) এবং আরও প্রয়োজনীয় অনেক কিছু এখান থেকে ডাউনলোড করতে পারেন। এ সম্পর্কে একক-১ (Unit-1) এ একটি ভিডিও দেওয়া আছে। অনুগ্রহ করে এর প্রতিটি পদক্ষেপ যথাযথভাবে অনুসরণ করুন। উপরোক্ত পদ্ধতি কাজ না করলে অথবা যে কোন সমস্যায় আমাদের ইমেইল করুনঃ TheSnapBangla@gmail.com
উল্লেখ্যঃ স্ন্যাপ!বাংলা!! প্রোগ্রামিং এর নির্দেশনা এবং আরও উদাহরণের জন্য এই লিঙ্কের সাথেই থাকুন:: https://snapbangla.appspot.com/